লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত আসামী জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে বৃহস্পতিবার দিবাগত রাতে থানার ডুমুরিয়া গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত জিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ডুমুরিয়া গ্রামের এনামুল গাজীকে গ্রেপ্তার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত, জিআর মামলায় পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।