লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে দু’দিন ব্যাপি উপজেলা সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন শনিবার(৩০জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২কোটি টাকা ব্যয়ে ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ,একাডেমি ভবন নির্মিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে সারা দেশে ১০টি উপজেলায় নব নির্মিত শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে মাস ব্যাপি বাউল সংগীত,লোক সংগীত,লোক নাট্য,নৃত্য নাট্য,নৃত্য,আবৃতি,আধুনিক গান ও মুকাভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে নব নির্মিত শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ সমূহ শুভ উদ্বোধনের অংশ হিসেবে আগামি কাল শনি ও পরশু রোববার (৩০ ও ৩১ জানুয়ারী) নব নির্মিত ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমি মঞ্চে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা হতে নৃত্য,সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,বিশেষ অতিথি হিসেবে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মদ উপস্হিত থাকবেন বলে আয়োজক কমিটি সূত্রে জানানো হয়েছে। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।