রূপসা প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন আওয়ামীলীগ সর্বদা অসহায়, দু:স্থ ও দুর্দশাগ্রস্থ মানুষের পাশে থেকে রাজনীতির মাধ্যমে তাদের সেবা প্রদান করে। তিনি বলেন বর্তমান শেখ হাসিনা সরকার অতিতের যে কোন সময়ের তুলনায় মানুষের সেবায় নিয়োজিত আছে। এ কারনে দেশে আওয়ামীলীগ ছাড়া আর কোন রাজনৈতিক দলের কর্মকান্ড এবং পদচারনা নেই। গরিব এবং গ্রামের মানুষ থেকে বিতাড়িত হয়ে বিএনপি এখন দেশ ছাড়ার মতো উপক্রম হয়ে পড়েছে। তিনি আরো বলেন এই প্রচন্ড শীতে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে শীতার্ত মানুষের পাশে দাড়াতে দেখা যায় না। এ কারনে তারা দিন দিন জন বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
এ্যাড. সুজিত ৩০ জানুয়ারী রাতে শ্রীফলতলা ইউনিয়নের জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে এ কথা বলেন।
এসপিবিএস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ^াস। বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লাবু, ইউপি সদস্যা আয়শা আক্তার রিপা, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আ: রাজ্জাক শেখ, আলহাজ¦ ফারুক বিশ^াস, খায়রুল বাশার, রেজাউল ইসলাম রেজা, আব্দুল্লাহ আল মামুন, তাপস বিশ^াস, মইন উদ্দিন, নীলমনি বিশ^াস। এ সময় শতাধিক শীতার্তদের মাঝে এ্যাড. সুজিতের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।