রূপসা প্রতিনিধিঃ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম বলেছেন বর্তমান সরকার দুঃস্থ অসহায় মানুষের সেবা দোর গোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। শেখ হাসিনা সরকার মানুষের দুরবস্থতার কথা চিন্তা করে ঘরে বসে যাতে সরকারের সেবা গ্রহণ করতে পারে তার জন্য নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছেন। তিনি বলেন বর্তমান সরকার এ কারনে বয়স্ক, বিধবা, স্বামীপরিত্যক্তা অসচ্ছল প্রতিবন্ধী ভাতাসহ সকল দপ্তরের ভাতা সুফলভোগীদের কাছে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছেন। তাই বর্তমান সরকারের এই সেবামূলক কর্মকান্ড পরিচালনা করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
মহাপরিচালক ৩০ জানুয়ারি বিকালে রূপসা উপজেলার তালতলা গ্রামে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতার সুবিধা মোবাইল ব্যাংকিং “নগদ” এর মাধ্যমে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সমীর মল্লিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, খুলনা জেলার উপ-পরিচালক খান মোতাহার হোসেন, বাগেরহাট জেলার উপ-পরিচালক রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ আইনাল হক, শফিকুল ইসলাম, মোবাইল ব্যাংকিং নগদ এর খুলনা এবং বরিশাল অঞ্চলের কর্মকর্তা মোঃ সাইফুল আলম। সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার,ইউপি সদস্য মঈনউদ্দীন, সাংবাদিক চিত্ত রন্জ্ঞন সেন প্রমূখ।