নিজস্ব প্রতিবেদকঃ দাকোপ উপজেলার চালনা পৌরসভা মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় ফোরামের আহবায়ক এস এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে পৌরসভা পযায়ে ইন্টারএ্যাক্টটিভ সভা অনুষ্ঠিত হয়।
৩১জানুয়ারী সকালে রূপান্তরের প্রেজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র সনত কুমার বিশ্বাস , বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রবীর রায় ও পৌর প্রকৌশলী প্রনব মল্লিক।
সভায় প্রশ্নোত্তর পর্বে নাগরিক ও সেবাগ্রহনকারীদের পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন শিক্ষক দিপালী খাতুন,সদস্য সচিব সাগর সেন,চালনা ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি গৌতম সাহা,কাউন্সিলর আঃ সাত্তার সরদার।
সভার শুরুতে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ইন্টারএ্যাক্টটিভ সভায় উপস্থিত ছিলেন রূপান্তরের প্রজেক্ট অফিসার বিপুল রায়,ধনন্জয় সাহা বাপি ও ফাতেমা তুজ জোহরা টুম্পা।