রূপসা প্রতিনিধিঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫ তম জন্মদিন উপলক্ষ্যে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনার ব্যবস্থাপনায়, জেলা বিএনপির সদস্য বিলাস হালদারের সহযোগিতায় রূপসা উপজেলার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ৩১ জানুয়ারী রাতে টিএসবি ইউনিয়নের উত্তর খাজাডাংগা গ্রামের ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সা: সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু। টিএসবি ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক হিরক গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ নিয়ামত আলী, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক জিএম আসাদুজ্জামান। পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইসরাইল বাবুর পরিচালনায় বক্তৃতা করেন ইমরান শেখ, আবুল কাশেম, মিলন শেখ, মাহাবুব শেখ, জাহিদ শেখ, রমজান গোলদার, মিথুন ঘোষ, সোহেল শেখ, দিপ্ত দাস, রবিউল ইসলাম, জিএম রফিকুল ইসলাম, জাকারিয়া শেখ, গুরু প্রমুখ। অনুষ্ঠানে অর্ধ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।