নিজস্ব প্রতিবেদকঃখুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন জাতিসংঘের ফাও (ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন) থেকে পিএইচডি/ডিবিএ(ডক্টরেট অব বিজিনেস অ্যাডমিনিস্ট্রেশন) এর জন্য স্কলারশীপ পেয়েছেন। তার গবেষণার প্রতিপাদ্য বিষয়: “আইসিটি বেসড ফুড সিকিউরিটি ম্যানেজমেন্ট অব বাংলাদেশ”।
ইতোপূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০০১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি ইংল্যান্ডের লন্ডন কলেজ অব একাউনটেন্সি থেকে পিজিডি এবং Anglia Ruskin University (UK) থেকে MBA (International Business) সফলতার সাথে সম্পন্ন করেন।
তিনি গবেষণার অংশ হিসেবে ফাও এর “রিজিওনাল ও ইন্টারন্যাশনাল কনফারেন্স” এ হংকং, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিজি, ও ইটালিতে যোগ দেন। তাছাড়া নিরাপদ খাদ্য ও পুষ্ঠি ব্যবস্থাপনা এর উপর জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেন। এর বাইরেও “ওয়ার্লড গ্রেইন ফোরাম” ২০১৭ তে রাশিয়ায় ও “ওয়ার্লড এগ্রিবিজিনেস ফোরাম” ২০১৮তে ব্রাজিলে যোগদান করেন। মাঠ প্রশাসনের এই সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তা কর্মক্ষেত্রে বহুমুখী মুখী সৃজনশীল ও উদ্ভাবনমূলক কাজের জন্য একাধিকবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় পুরস্কার লাভ করেন।