নিজস্ব প্রতিবেদকঃ পাইকগাছা পৌরসভা সংরক্ষিত আসনে নির্বাচিত কাউন্সিলর আসমা আহমেদ বিজয়ী হওয়াতে পৌর এসডিজি ফোরামের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।
১ফেব্রুয়ারী সকালেএসময় ফোরাম নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মোকারাম উল আজাদ ও মোঃ বজলুর রহমান।মোঃ ফয়সাল হোসেন,কৃষ্না চক্রবর্তী,আব্দুর রহমান,মনা রানী সানা,অনিমা রানী ঢালী ও আছিয়া আক্তার।
সম্বার্ধনার জবাবে নির্বাচিত কাউন্সিলর মোসাঃ আসমা আহমেদ বলেন ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্য অর্জনের আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।