রূপসা প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলার গোয়ালবাথান গ্রামের এক মেধাবী কলেজ শিক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ আমির হোসেনের কনিষ্ঠ পুত্র সাব্বির হোসেন (১৮)।
পারিবারিক সূত্র জানায়, কলেজ শিক্ষার্থী সাব্বির দীর্ঘ দিন ধরে জটিল রোগে ভুগছিল। গত ৩১ জানুয়ারি রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১ ফেব্রুয়ারী বাদ যোহর উপজেলা সদরস্থ রূপসা দারুচ্ছুন্নাৎ আলিম মাদ্রাসা ময়দানে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন মৃতের বড় ভাই হাফেজ ফজলে রাব্বি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোর্শেদুল আলম বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান খান শাহাজাহান কবির প্যারিস, ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইন্তাজ মোল্লা, নজরুল ইসলাম, মহসিন পাইক, সাংবাদিক আ. কাদের, শিক্ষক মাওলানা আব্দুল্লাহ, আসলাম মোড়ল, হাফেজ শাহাজাহান, হাফেজ ওবাইদুল্লাহ, হাফেজ হেদায়তুল্লাহ, আফজাল হোসেন, প্রমূখ।