নিজস্ব প্রতিবেদকঃবটিয়াঘাটায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্মের শেয়ারিং সভায় নেতৃবৃন্দ বলেছেন মানুষকে সচেতন করার মাধ্যমে বাল্যবিয়ে ও নারী নির্যাতন কমিয়ে আনা সম্ভব।
নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত বটিয়াঘাটা উপজেলা প্লাটফর্ম সদস্যরা আরো বলেছেন, নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে সচেতন সকলকে একসাথে কাজ করতে হবে। মানুষকে সচেতন করার মাধ্যমে এই সামাজিক সঙ্কট কমিয়ে আনা সম্ভব। নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে বেসরকারি শক্তিসমূহের উচিৎ রাষ্ট্রীয় উদ্যোগসমূহ সফল করে তুলতে এই কাজে জোরালোভাবে এগিয়ে আসা।
বৃহস্পতিবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে বটিয়াঘাটা উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। প্লাটফর্মের আহবায়ক নারীনেত্রী আশালতা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দমোহন বিশ্বাস, নাগরিক নেতা প্রহ্লাদ জোদ্দার প্রমূখ।
এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা আগামী মার্চ পর্যন্ত স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মর্সূচীর মধ্যে রয়েছে এ্যাডভোকেসি সভা, আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, হাট-বাজারে প্রচারাভিযান ইত্যাদি।