নিজস্ব প্রতিবেদকঃখুলনা জেলার রূপসায় সাইকেল ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন মারাত্মক আহত হয়েছ। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে ৫ ফেব্রুয়ারী রাত ১০টায় রূপসা উপজেলার ঢাকা রাস্তার মাঝখানে দন্ত চিকিৎসক শাহাজানের বাড়ির সামনে। উল্লেখ্য গত ১১ জানুয়ারী একইস্থানে বিদ্যুতের ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
পুলিশ জানায়- ৫ ফেব্রুয়ারী রাত ১০ টায় নৈহাটী পশ্চিমপাড়া নিবাসী মাছ কোম্পানীর কর্মচারী হাতেম আলী সানা(৫০) তার কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এসময় অপরদিক থেকে আসা মোটরসাইকেল আরোহী বাগমারা নিবাসী আব্দুল শেখের পুত্র আল-আমীন(১৮) এর সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেকরে উভয়েই মারাত্মক আহত হয়। এসময় লোকজন জড়ো হয়ে তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে স্থানীয় বাসষ্ট্যান্ড ফাড়ির আইসি এসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।