শনিবার দূপুরে ডুমুরিয়া থানার খড়িয়া নামক এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানে শনিবার দুপুরে থানার এ,এস আই মোঃ ফারুক আহম্মেদ নেতৃত্বে থানার মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত পলাতক আসামী থানার বৃত্তি ভূলবাড়িয়া গ্রামের সাইকুল ইসলাম সরদারকে খড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনের মামলায় আদালতের ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।