বাহিরদিয়া-মানসা বনাম পিলজংগ ইউনিয়ন মধ্যকার ফাইনাল খেলায় পিলজংগ ইউনিয়ন প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৫ রান করে। এর জবাবে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন করে ৮উইকেটে ১১৮রান করে। ফলে ফাইনালে বাহিরদিয়া-মানসা ইউনিয়ন জয়ী হয়েছে। খেলায় ম্যান অব দি ম্যান নির্বাচিত হয়েছে বিজয়ী দলের আল-আমীন ও ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়েছে রানার্স আপ দলের উজ্জল দে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা থানম,বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম সহ অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।