নিজস্ব প্রতিবেদকঃকৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রূপসা,খুলনার আয়োজনে গোপালগঞ্জ,খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অফিসার্স ক্লাবে দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ ৬ ফেব্রুয়ারি বেলা ১১ টায় উদ্বোধন করা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম. জালাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা প্লানিং উইং এর উপ-পরিচালক মোঃ শেখ ফরিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান ও প্রকল্প পরিচালক আলমগীর বিশ্বাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুজয় চৌধুরী, কৃষি অর্থনীতিবিদ রেহেনা সুলতানা, মোঃ তৌহিদীন ভূঁইয়া, অতিরিক্ত উপ- প্রকল্প পরিচালক, কৃষি তথ্য সার্ভিস খুলনার আঞ্চলিক বেতার, কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মমতাজ উদ্দিন মোল্লা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান, হিমাংশু রায়, জেহাদুল ইসলাম শেখ ও সোহেল রানা প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন রূপসা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ ফরিদুজ্জামান।
এ উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে এপ্রকল্পের সফল কৃষক হিসেবে মোঃ মহব্বত আলী শেখ কে প্রধান অতিথি মহোদয় পুরস্কার প্রদান করেন। পরবর্তীতে মধ্য মেয়াদী মূল্যায়নের জন্য এ প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী ও প্রযুক্তি পরিদর্শন করে মূল্যয়ন টিমের সকল সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।