নিজস্ব প্রতিবেদকঃরূপসা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবছর ক্ষতিকর পোকামাকড় দমনের লক্ষ্যে বোরো ধান ক্ষেতে পার্চিং ( ডাল পুঁতেপাখি বসার ব্যবস্থা ) স্থাপনের এক কর্মসূচি নেয়া হয়েছে। এ কর্মসূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি আলাইপুর ব্লকের পুটিমারি ও আনন্দনগর গ্রামে প্রায় ৪ কিঃমিঃবোরো ধান ক্ষেতে পার্চিং স্থাপন করা হয়।
উক্ত ব্লকের উপ-সহকারী কৃষি-কর্মকর্তা মোঃ আবদুর রহমান এর পরিচালনায় এর উদ্বোধন করেন রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃকামালউদ্দিনবাদশা।
তিনি বলেন, ধানের পোকা দমনে পার্চিং পদ্ধতিটি পরিবেশ বান্ধব এবং লাভজনক । কারণ এর মাধ্যমে কীটনাশকের ব্যবহার ও ফসলের উৎপাদন খরচ কম হয়। এছাড়া এ পদ্ধতিতে বালই নাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে দূষণমুক্ত রাখাএবং পোকার বংশবিস্তার কমানো যায়। তিনি ক্ষতিকর পোকার আক্রমণ থেকে বোরো ধান রক্ষার জন্য কৃষি ও পরিবেশবান্ধব পার্চিং পদ্ধতি ব্যবহারের জন্য কৃষক ভাইদের আহবান জানান। এসময় উক্ত এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।