ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতাঃ ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে টিপনা নামক স্হান থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ সোহাগ গাজী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীকে বুধবার(১০ফেব্রুয়ারী) জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টিপনা নামক স্হানে থানার চাকুন্দিয়া গ্রামের চিহ্ণিত মাদক ব্যবসায়ী সোহাগ গাজীর মোটর সাইকেল চ্যালেঞ্জ করে তল্লাশী করলে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মোটর সাইকেলটি জব্দ করা হয়।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রেকর্ড করে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।