(বিজ্ঞপ্তি)ঃ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসার আহবান জানিয়ে করোনা পরিস্থিতিতেও এবার সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। করোনার কারণে এবারে জনসমাগম হবে না। এবারে অনলাইন প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুন্দরবনপ্রেমী যে কেউ বিশ্বের যে কোন স্থান থেকে এই আলোচনায় অংশ নিতে পারবেন। জুম প্লাটফর্মে এই সভায় অংশগ্রহণের লিংক, মিটিংয়ের আইডি এবং পাসকোড নীচে দেয়া হলো-
https://us02web.zoom.us/j/86046798459?pwd=UU40OVQ4RUVEV3R6bUhnbmFQRER2Zz09
Meeting ID: 860 4679 8459
Passcode: 867691
উল্লেখ্য, ২০০১ সালে খুলনায় অনুষ্ঠিত হয় ১ম জাতীয় সুন্দরবন সম্মেলন। নানান প্রতিকূলতা পেরিয়ে সাফল্য পাওয়া সে সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সেই সময়ের মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ। ২০০১ সালের সেই সুন্দরবন সম্মেলনের পরের বছর থেকেই খুলনাসহ সুন্দরবন সন্নিহিত জেলাগুলোতে ১৪ ফেব্রæয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। করোনার প্রদুর্ভাব শুরু হবার আগে বন বিভাগ ও সুন্দরবন একাডেমীর যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছেন- বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সুন্দরবন সংলগ্ন সাংবাদিক সমাজ এবং প্রকৃতিপ্রেমী আপামর মানুষ। অনেক সীমাবদ্ধতার মধ্যেও এবারও সীমিত পরিসরে সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। পরিস্থিতির কারণে পরিসর সীমিত হলেও দিবসটির গুরুত্ব কমেনি এতটুকু। এবারের দিবস পালনের মূল লক্ষ্য হচ্ছে সুন্দরবন দিবসের জাতীয় স্বীকৃতি আদায়।
সুন্দরবন একাডেমির পরিচালক মো. আঃ হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।