ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতাঃডুমুরিয়ার চুকনগরে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ইজিবাইক চালকসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগরের মালতিয়া মোড়ে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী,ফায়ারসার্ভিস ও পুলিশ জানায়, চুকনগর থেকে ইজিবাইক যোগে চালক সহ ৩ জন ব্যাক্তি তালা উপজেলার মদনপুর অভিমুখে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা গামী শামীম এন্টারপ্রাইজের বেপরোয়া গতির ঢাকা মেট্রো-ব- ১৪-৬১৯০ নম্বর পরিবহন টি ইজিবাইকের সাজোরে ধাক্কা দেয়।
প্রচান্ড আঘাতে ইজিবাইকি ভেঙ্গেচুরে চুর্ণবিচুর্ন হয়ে যায়। এসম ইজিবাইকের চালক সাতক্ষীরা জেলার তালা উপজেলার মদনপুর গ্রামের সোনায় সরদারের ছেলে ইউনুস আলি (৪০), যাত্রী মৃত ইমান আলি মাহমুদের ছেলে হাবিবুর রহমান (৩৫), ঘটনা স্থলে নিহত হন।
হাবিবুরের ভগ্নিপতি পাইকগাছা উপজেলার গদাইপুর এলাকার রাজিবুল ইসলাম (৩৫) কে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ হাইওয়ে থানা পুলিশ হেফাজতে ছিলো।
খবর পেয়ে ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করেন।