ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতাঃ খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। রোববার দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। আরো উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,উপজেলা প্রকৌশলী বিদ্যুত কুমার দাস,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ,যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্হিত ছিলেন।
শেষে অতিথি বৃন্দকে পিঠা খাওয়ায়ে আপ্যায়িত করা হয়।