নিজস্ব প্রতিবেদকঃদাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ফেব্রুয়ারী-২০২১ সোমবার সকাল ১০টায় ইউনিসেফের আর্থিক সহযোগিতায় রূপান্তরের শিশু বিবাহ বন্ধে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে উপজেলা শিশু বিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
দাকোপের উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ খুলনার শিশু সুরক্ষা কর্মকর্তা মমিনুননেচ্ছা। শিশু বিবাহ বন্ধে করনীয় কি? অংশগ্রহণ মূলক পদ্ধতিতে বিভিন্ন সুপারিশ গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা সমাজ সেবা অফিসার প্রবীর রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, দাকোপ প্রেস ক্লাব সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল ছাড়াও বিবাহ রেজিস্ট্রার (ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম), বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভা পরিচালনা করেন কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়ক মিজানুর রহমান পান্না।