রূপসা প্রতিনিধিঃ রূপসা অপরাজিত ফোরাম আয়োজিত রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা ১৬ ফেব্রুয়ারি সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। রূপসা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি বিকাশ কুমার মিত্র, রূপান্তর অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী সুবল কুমার ঘোষ টুটুল।
অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আজিজুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা প্রেস ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন,রূপসা অপরাজিতা ফোরামের সদস্য আকলিমা খাতুন তুলি, মাধূরী সরকার,মমতা হেনা জোসনা, তানজিলা খাতুন, ফিরোজা বেগম, সুনিতা লস্কর, স্বপ্না রানী পাল, আসমানি বেগম, রিতা বেগম, হাসনা বেগম, ফাতেমা ইয়াসমনি, সাবিনা বেগম, পারুল বেগম, লাভলী বেগম প্রমূখ।