নিজস্ব প্রতিবেদকঃডুমুরিয়া উপজেলা বি আর ডিবি মিলনায়তনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন এর সভাপতিত্বে দীপংকর মন্ডলের উপস্থাপনায় উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন রূপান্তরের জেন্ডার ট্রেনিং অফিসার মোরশেদা খাতুন।আরো বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, বিএনপির সদস্য ও ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম, ওয়াকার্স পার্টির সভাপতি সেলিম আকতার স্বপন, সাংবাদিক মাহবুবুর রহমান, অপরাজিতা আফরোজা খানম মিতা, হাসনা হেনা, শিলা মন্ডল, রশিদা বেগম, রেবেকা বেগম, ইলা বৈরাগী, পারবতী ফৌজদার,কমলা রায়, শাহানুর বেগম প্রমূখ।