নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রূপান্তরের আয়োজনে বটিয়াঘাটা ইউনিয়ন এসডিজি ফোরামের ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত হয়।
১৭ ফেব্রুয়ারী সকালে বটিয়াঘাটা ইউনিয়নএসডিজি ফোরাম এর আহবায়ক মৃনাল কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান মনোরন্জন মন্ডল ।
রূপান্তরের প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় সরকারী সেবাদানকারী সংস্থার পক্ষে বক্তৃতা করেন ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শেখ,উপ সহকারী কৃষি কর্মকর্তা দীপন কুমার হালদার ।
দি এশিয়া ফাউন্ডেশন এর সহায়তায় রূপান্তর বাস্তবায়িত “এসডিজি বাস্তবায়নে নাগরিকদের অংশগ্রহণ” প্রকল্প সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম ও শেখ জার্জিসউল্লাহ।
সভায় ফোরাম নেতাদের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক ফিরোজুর রহমান,সাংবাদিক পরিতোষ কুমার রায়, সুশান্ত কুমার সরকার, শিল্পি মিস্ত্রি, মৃনাল কান্তি মম্ডল, মমতা বিশ্বাস, ক্ষিরোদ চন্দ্র বৈরাগী। অন্যান্যের মধ্যে সভায় সভায় উপস্থিত ছিলেন রূপান্তরের প্রজেক্ট অফিসার বিপুল রায়, ধনঞ্জয় সাহা বাপি,মাসুদ রানা ও ফ্যাসিলিটেটর ফাতেমা তুজ-জোহরা টুম্পা।