রূপসা প্রতিনিধিঃ রূপসা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ মাদকসেবী , জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে আটক করেছে। এসময় ৮ টি কেরামবোর্ড উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। মাদকসেবীদের ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ জানায় থানা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও অফিসার ইনচার্জ (তদন্ত) এর নেতৃত্বে গত ১৬ ফেব্রুয়ারী রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা বাজারের আতাউর মিনার চায়ের দোকানে অভিযান চালিয়ে তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের আব্দুল হাই এর পুত্র মোহাম্মদ আলী (৬৩), সোনাউল্লার পুত্র নাসির উদ্দিন (৬৮), মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার নওশের আলীর পুত্র মাসুদ শেখ (২৫) এবং বামনডাঙ্গা গ্রামের রকিব শেখের পুত্র ইমরান শেখ (৩০) কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেন। এ সময় ঘাটভোগ ইউনিয়নের চিহ্নিত জুয়াড়ী এবং মাদক ব্যবসায়ী মান্নান এবং উক্ত দোকানদার পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৮ হাজার ৭ শত টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে। অপরদিকে পুলিশের অন্য একটি দল উপজেলার বিভিন্ন পয়েন্টে চায়ের দোকানে অভিযান চালিয়ে ৮ টি কেরামবোর্ড উদ্ধার করে।