রূপসা প্রতিনিধিঃ রূপসা উপজেলার পূর্বরূপসাস্থ শুকতারা গণগ্রন্থাগার আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও আলোচনা সভা ১৮ ফেব্রুয়ারী বিকেলে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শুকতারা গণগ্রন্থাগারের সভাপতি মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু বকর মোল্লা।
শুকতারা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক হিরামুক্তার পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব আবু হারুন-উর-রশিদ, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী। বক্তৃতা করেন খুলনার নিরালা ডাইগনষ্টিক এন্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো.শাহিন খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক আখতার খান, শিক্ষক সাইফুল ইসলাম উজ্জল, তাহেরা খাতুন, মনিরা সুলতানা প্রমূখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।