লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনার ডুমুরিয়ার বান্দায় বাংলাদেশ মতুয়া মহাসংঘ শ্রীধাম ওড়াকান্দির উদ্যোগে ৭ম বার্ষিকী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৯ ফেব্রুয়ারী) দিনব্যাপি ঘোনাবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মহাসম্মেলনে পৌরহিত্য করেন শংকর মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ’র মহাসচিব সাগর সাধু ঠাকুর।বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস,প্রফুল্ল কুমার রায়,গোপাল চন্দ্র দে,।হরি লীলামৃত পাঠ করেন শ্রীমৎ নীলোৎপল গোস্বামী,অধ্যােপক অনুপম টিকাদার, শ্রীমৎ সুরেশ পাগল।
আলোচক বৃন্দ ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘ’র সহ-সভাপতি অধ্যাপক সুশীল কুমার মন্ডল,যুগ্ম মহাসচিব শ্রী রতন মিত্র, মহাসংঘরের খুলনা জেলা সভাপতি প্রশান্ত কুমার হালদার।। মঙ্গল দ্বীপ প্রজ্বলন করেন মতুয়া মহাসংঘ’র কার্যকরি সভাপতি মতুয়াচার্জ শ্রী শ্রী সুব্রত ঠাকুর।