নিজস্ব প্রতিবেদকঃরূপসায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যুবককে বেধোড়ক মার-পিট করে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ১৮ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় রূপসা বাসষ্ট্যান্ড স্বমিলের সামনে।
ঘটনার বিবরনে জানা যায় উপজেলার কিসমত খুলনাস্থ নূর মোহাম্মদ ব্যাপারী ও ধলু মন্ডলের পরিবারের মধ্যে দীর্ঘ দিনের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনাটি মিমাংসার জন্য ১৭ ফেব্রুয়ারী স্থানীয় ইউপি মেম্বার আসাবুর মোড়ল ৩ জন আমিনসহ ঘটনাস্থলে উপস্থিত থেকে উভয় পক্ষকে তাদের জমি বুঝিয়ে দিয়ে মিট-মিমাংসা করে দেন। ঘটনার পরদিন নূর মোহাম্মদ ও তার পুত্র মিরাজ ঘরের রড কেনার জন্য ১২ হাজার টাকা নিয়ে রূপসা ভ্যানযোগে রূপসা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে স্বমিলের সামনে ধলু মন্ডলের পুত্র রনি মন্ডল তার ভাগ্নে টনি ও ৩/৪ জন অজ্ঞাত সন্ত্রাসী তাদের গতি রোধ করে মিরাজকে বেধোড়ক মার-পিট করে তার পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এরপর তারা বিভিন্ন প্রভাবশালী মহলে মিথ্যা অভিযোগ করে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমন একটি অভিযোগ ঐদিনই রূপসা থানায় দাখিল করেছে নুর মোহাম্মদ ব্যাপারীর পুত্র মনিরুজ্জামান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কিসমত খুলনা পুলিশ ফাঁড়ির আইসি এস আই কাউসারকে দায়িত্ব দেয়া হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ঠ ইউপি মেম্বর আসাবুর মোড়লের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন শুধু তায় নয় তারা মোবাইল ফোনে আমাকেও প্রাণনাশের হুমকি দিয়েছে।