লতিফ মোড়ল,ডুমুরিয়াঃ খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্যে মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রোববার(২১ফেব্রুয়ারী) প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ডুমুরিয়া কলেজ শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এ সময় তার সঙ্গে শ্রদ্ধা নিবেদন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সকালে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, ডুমুরিয়া কলেজ,শহিদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়,চারু বসু স্মৃতি সংসদ,ডুমুরিয়া ফাউন্ডেশন,ডুমুরিয়া ব্লাড ডোনার্স ক্লাব,রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ, নিসচা, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সামাজিক সংগঠন ও সর্বস্থরের জনসাধারন পক্ষ হতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণেরন আয়োজন করা হয়। এছাড়া ডুমুরিয়া ফাউন্ডেশন ও ডুমুরিয়া ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করে।
অনুষ্ঠানমালা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করতে শহীদ মিনার সহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।