ডুমুরিয়া(খুলনা)সংবাদদাতাঃ ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে থানার আরাজি ডুমুরিয়া এলাকা থেকে ৫ জুয়াড়িকে করা হয়েছে।
ধৃত আসামীদের রোববার (২১ ফেব্রুয়ারী) জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই রজত কুুুুমার মন্ডলের নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে শনিবার দুপুরে থানার সদর ইউনিয়ের আরাজি ডুমুরিয়া এলাকার জোয়ারের বিলে জনৈক পঞ্চানন কুন্ডুর ঘেরের পাড়ে বসে জুয়া খেলারত অবস্হায় এলাকার চিহ্নিত জুয়াড়ি আরাজি ডুমুরিয়া গ্রামের লুৎফর রহমাম ওরফে লুতু,বিল্লাল শেখ,রহিম গাজী,মাসুম মোল্যা এবং আরাজি সাজিয়াড়া গ্রামের মুজিবর বিশ্বাসকে জুয়ার সরঞ্জাম হিসেবে তাস এবং নগত ১ হাজার ৬৫০ টাকাসহ তাদের আটক করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জুয়াড়ীদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।