খান মোঃ আল আউয়াল,ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট প্রেসক্লাবের নিউজ পেজে বহুমুখী সাংবাদিকতায় বিশেষ পারদর্শিতার জন্য ফকিরহাট প্রেসক্লাবের তিনজন সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করলেন কোরিয়ান প্রবাসী জাহাঙ্গীর আলম।
সম্মাননা প্রাপ্তরা হলেন, ফকিরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবর্তন পত্রিকা ও সোনালী স্বপ্নের বাগেরহাট প্রতিনিধি- শেখ ওবায়েদ হাসান রনি, সহ-সভাপতি ও এমটিভির বাংলার ফকিরহাট প্রতিনিধি শেখ আসাদুজ্জামান আসাদ ও ফকিরহাট প্রেসক্লাবের কোষাধক্ষ্য এবং দৈনিক সময়ের খবর পত্রিকার ফকিরহাট প্রতিনিধি শেখ সৈয়দ আলী।
ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কাজী ইয়াছিন ও সাধারণ সম্পাদক খান মোঃ আল আউয়াল উপস্থিত থেকে তিনজন সম্মাননা প্রাপ্ত সাংবাদিককে নগত অর্থ হাতে তুলে দেন । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শাহিন উদ্দিন জনি, সহ প্রচার সম্পাদক রাজু আহমেদ ও নির্বাহী সদস্য বখতিয়ার মোড়ল সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য,শেখ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে কোরিয়ায় বসবাস করে আসছেন। তিনি ফকিরহাটের অনেক উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক তথ্য ও উপাত্ত ফকিরহাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ফকিরহাট প্রেসক্লাব নিউজ পেজ এর মাধ্যমে সকলের সামনে তুলে ধরার জন্য তিনি এ সম্মাননা প্রদান করেন। সাংবাদিকদের উৎসাহ প্রদানের এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।