রূপসা প্রতিনিধিঃখুলনা জেলার রূপসা থানা পুলিশ এক বিশেষ অভিযানে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রাম থেকে ৩ টি গাজা গাছ সহ এক যুবককে গ্রেফতার করেছে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।
পুলিশ জানায় পুটিমারী ক্যাম্প পুলিশের ইনচার্জ নকিব ইকবাল গত ২২ ফেব্রুয়ারী সকালে গোপন সংবাদের ভিত্তিকে উক্ত গ্রামের ইলাহী কাজীর পুত্র ইমরান কাজী (৩৪) এর বাড়ী তল্লাশী চালান। এ সময় উক্ত বসতবাড়ীর আঙ্গিনা থেকে ৩ টি গাজা গাছ উদ্ধার করা হয়।
পরে ধৃত ইমরান কাজীকে উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।