নিজস্ব প্রতিবেদকঃখুলনার তেরখাদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ বাবর শেখ (৩৫) নামের এক যুবক প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার অর্জুনা বলধনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ বাবর শেখ ওই এলাকার মোঃ বজলুর শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে নিহতের আপন মামা সোহরাব শেখের সাথে দীর্ঘদিন বিরোধ ছিল।
বুধবার বিকেলে সেই সূত্রধরে অতর্কিত হামলা চালিয়ে ঝুপি ও দায়ের কোপে হত্যা করে বাবর শেখকে। ঘটনাস্থলে নিহত হয় বাবর শেখ। নিহতের সহোদর সাখায়েত শেখ (৩৩) ও আজিজুল শেখ (২৬) মারাত্মক জখম অবস্থায় তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।