নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসা উপজেলার নৈহাটি মধ্যপাড়া এলাকা থেকে একটি দেশী রিভলবার ও গুলিসহ শরিফুল ইসলাম মুন্না (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৬।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালের এঘটনায় রূপসা থানায় মামলা প্রক্রিয়াধীন। র্যাব জানায়, আজ সকালে খুলনার রূপসা থানাধীন নৈহাটি মধ্যপাড়া জনৈক তৈয়বুর রহমানের বসত বাড়ির সামনে থেকে মোঃ শরিফুল ইসলাম মুন্না’কে একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। সে নৈহাটি মধ্যপাড়ার বাসিন্দা মোঃ শহিদুল ইসলামের ছেলে।
উল্লেখ্য এর আগে ২৮ ডিসেম্বর রাতে উপজেলার বাগমারা গ্রামে র্যাব-৬ অভিযান চালিয়ে মো. মাসুম বিল্লাহকে (৪৫) একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক করে। তার আগে ৩০ অক্টোবর রাতে উপজেলার জাবুসা এলাকার শুকুরমারী খালের পাশে তৈয়ব আলী শেখের বাড়ির সামনে থেকে ১টি অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করে। ৩ মাসের ব্যবধানে তিনটি অস্ত্রসহ গুলি উদ্ধারের ঘটনা ঘটলো।