রনি হাসানঃবাগেরহাটের ফকিরহাটে র্যাব-৬ অভিযান চালিয়ে ৫টি গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে।
২৩ ফেব্রুয়ারী আনুমানিক ৭.৪০ মিনিটের সময় র্যাব-৬,(স্পেশাল কোম্পানী)খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন দিয়াপাড়া মাদারবুনিয়া গ্রামের মোঃ ফারুক শেখ এর বসতবাড়ীর পূর্ব পাশে পুকুর পাড়ে (মাদকদ্রব্য) গাঁজার গাছ চাষ করে আসছে। উক্ত সংবাদ পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ জোবায়ের শেখ (২০), পিতা-মোঃ ফারুক শেখ, মাতা-পান্না বেগম, সাং-দিয়াপাড়া মাদারবুনিয়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করেন।
এ সময় ধৃত আসামীর দেখানো মতে তার বসতবাড়ীর পূর্ব পাশে পুকুর পাড়ে রোপনকৃত নিজ হেফাজতে থাকা ০৫টি তাঁজা গাঁজার গাছ(ওজন ৩০০ গ্রাম),উদ্ধার পূর্বক হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।