রূপসা প্রতিনিধিঃ রূপসা থানা পুলিশ এক বিশেষ অভিযানে ২ মাদক বিক্রেতা সহ ৯৬ পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশ জানায় ২৭ ফেব্রুয়ারী ভোরে থানা পুলিশের ওসি (তদন্ত) সরদার ইব্রাহিম হোসেন সোহেলের নেতৃত্বে রূপসা উপজেলার গাজীর দোকান এলাকায় অভিযান পরিচালিত হয়।
এ সময় থানা পুলিশ উত্তর খাজাডাঙ্গা গ্রামের নওয়াব আলী শেখের পুত্র আসাদ শেখ (৪০) এবং চট্টোগ্রামের চন্দনাইশ উপজেলার হারালা গ্রামের সৈয়দ ইকবাল হোসেনের পুত্র সৈয়দ আরিফুল ইসলাম ইশান (১৮) কে আটক করে।
এ সময় তাদের দেহ তল্লাশী করে ৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রূপসা থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেছে। আসামীদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।