ডুমুরিয়া(খুলনা) সংবাদদাতাঃডুমুরিয়ার গুটুদিয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ সামনে রেখে মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত মানব বন্ধন কর্মসূচীতে উপস্হিত ছিলেন প্রকল্পের গুটুদিয়া ইউনিয়ন সমাজের সভা প্রধান অর্চনা ফৌজদার, তহমিনা বেগম,মন্জু রানী, আছমা বেগম,মুনমুন বসাক অন্যান্ন সদস্য বৃন্দ।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও( সিইপি) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারী হটলাইন নিয়ে মানব বন্ধন কর্মসূচীতে আলোচনা করা হয়।