পাইকগাছা প্রতিনিধিঃ আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়নের আ’লীগের মনোনয়ন প্রত্যাসীদের আবেদন জমা নিয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট। ১০ ইউনিয়ন আ’লীগের সভাপতি /সম্পাদকরা ইউনিয়নের বর্ধিত সভা করে প্রার্থির তালিকা করে জমাদেয়া হয়েছে।
উপজেলা ১০ ইউনিয়নে প্রায় প্রতিটি ইউনিয়নে ১০ জন করে প্রার্থী দলীয় মনোনয়ন চেয়েছেন কিন্তু ব্যতিক্রম হয়েছে ৯ নং চাঁদখালী ইউনিয়নে। চাঁদখালী ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভাকরে ৩ জনের মনোনয়ন চুড়ান্ত করেছে। তারমধ্যে রয়েছেন ইউনিয়ন আলীগের আহবায়ক আ’হাজ্ব মুনসুর আলী গাজী, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জি এম ইকরামুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আব্দুল হালিম খোকন।
চাঁদখালী ইউনিয়ন আ’লীগের আহবায়ক আলহাজ্ব মুনসুর আলী গাজী বলেন গত ৫ ফেব্রুয়ারি ইউনিয়ন আ’লীগের আহবায় কমিটি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বর্ধিত সভাকরে। আহবায়ক কমিটির সদস্যদের মতামতের সিদ্ধান্ত অনুসারে ৩ জন চেয়ারম্যন প্রার্থীর নাম চুড়ান্ত করে রেজুলেশন সহ উপজেলা আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নিকট জমা দেয়া হয়েছে।
ইউনিয়ন আ’লীগের সদস্য সচিব এস এম আজিজুল ইসলাম বলেন কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বর্ধিত সভাকরে আমরা দলীয় প্রার্থী ঠিক করেছি। আমাদের ইউনিয়নে ৩ জনের বাইরে দলীয় কোন চেয়ারম্যান প্রার্থী নেই।