নিজস্ব প্রতিবেদকঃখুলনা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে দিঘলিয়া থানা এলাকা থেকে ৭শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
৭ মার্চ বিকাল ৪ টায় খুলনার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম) এর নির্দেশনায় এস.এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ‘‘এ’’ সার্কেল, খুলনার সার্বক্ষণিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)/ রাজিউল আমিন, এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ দিঘলিয়া থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানাধীন উত্তর চন্দনীমহল গ্রামস্থ মোঃ রাজু শেখ এর ক্রয়কৃত বাড়ীর উঠান থেকে শেখ হাবিবুর রহমানের পুত্র মোঃ রাজু শেখ (৩৪) কে আটক করেন। এসময় তার হেফাজত থেকে ২টি নীল রংয়ের ছোট এয়ার টাইট পলিপ্যাকের ভিতর প্রতি প্যাকেটে ২শ পিচ করে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট এবং৩ টি সাদা রংয়ের ছোট এয়ার টাইট পলিপ্যাকের ভিতর প্রতি প্যাকেটে ১শ পিচ করে মোট ৩শ পিচ সর্বমোট ৭শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এই ঘটনায় উপরোক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে দিঘলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
উল্লেখ্, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ চট্রগ্রাম জেলার মাদক ব্যবসায়ীদের নিকট হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া কেএমপি, খুলনার বিভিন্ন স্থানসহ দিঘলিয়া থানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট পাইকারী ও খুচরা দরে বিক্রয় করে আসছিল। তার নামে মাদক আইনে ২/৩ টা মামলাসহ সর্বমোট ৬/৭ টি মামলা রয়েছে।