নিজস্ব প্রতিবেদকঃ ডিকেএস ফাউন্ডেশন একটি সম্পুর্ন বেতিক্রমধর্মী সামাজিক প্রতিষ্ঠান। যাদের কাজ সমাজের অবহেলিত, বঞ্চিত, গরীব মানুষ এবং প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা।
সমাজে অসহায় প্রতিবন্ধি মানুষ গুলি সমাজের বোঝা নয়, তারা ও সমাজে অনেক কিছু করতে পারে,তারা ও দেশের কল্যানে অবদান রাখতে পারে, এই বিষয়টি নিয়ে কাজ করছে ডিকেএস ফাউন্ডেশন এছাড়া সমাজের অসহায় গরীব ছাত্র ছাত্রীদের পাশে দাড়ানো, প্রয়োজনে রক্ত দান, শ্রবন প্রতিবন্ধিদের ফ্রি কর্ন পরিক্ষা, অসহায় মৃত্য ব্যাক্তিদের দাফন, কাফনের ব্যাবস্থা, ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, প্রতিবন্ধিদের পড়া লেখার কথা চিন্তা করে প্রতিবন্ধি বিদ্যালয় স্থাপন ও পরিচালনা করা , প্রতিবন্ধিদের মাঝে বিভিন্ন রকম সহায়ক উপকরন বিতরন যেমন সাদা ছড়ি, হুইল চেয়ার, হেয়ারিং এইড, শীত বস্ত্র বিতরন।
এছাড়া ও প্রতিবন্ধি মানুষের কথা সকলের মাঝে তুলে ধরার জন্য অনলাইন পত্রিকা ডিকেএস নিউজ২৪। যেহেতু এই প্রতিষ্ঠানটি জনকল্যানের জন্য প্ররিচালিত হচ্ছে, তাই ফাউন্ডেশনের ভিত মজবুদ করার জন্য সরকারের কাছে রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করলে সরকার প্রতিষ্ঠানটি কে রেজিষ্ট্রেশনের অন্তরভুক্ত করেছে যার রেজিষ্ট্রেশন নং khs-502। এই রেজিষ্ট্রেশন হওয়ার ফলে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম প্ররিচালনা করতে সরকারী ভাবে আর কোন বিধি নিষেধ নেই। সরকারি বিধি বিধান মেনেই সকল কার্যক্রম প্ররিচালিত হবে।