রূপসা প্রতিনিধিঃখুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সকল কর্মকর্তাকে নিষ্ঠা এবং দায়িত্বের সহিত কাজ করতে হবে। সরকারের প্রতিটি দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয়ে মানুষের সেবায় নিয়োজিত থাকে তবে দেশের সর্বস্তরের জনগন সরকারের দেয়া সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে না। তিনি বলেন শেখ হাসিনা সরকার বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে অনেক আগেই পরিচিত করেছে এবং অতি স্বত্তর উন্নত রাষ্ট্রে পরিনত করার জন্য শেখ হাসিনা সরকার উন্নয়নের ধারা অব্যহত রেখেছে।
এমপি সালাম মূর্শেদী আরো বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের স্বাধীন মতো কাজ করার ক্ষমতা শুধু মাত্র শেখ হাসিনা সরকারই দিয়েছে। বিগত জোট সরকার আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে ফায়দা লুটে ছিল। এ কারনে জনগন প্রত্যক্ষ ভোটে তাদেরকে চিরতরে ভোট বয়কট করেছে।
তিনি গত ১১ মার্চ সকাল ১০ টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জুম কনফারেন্সের মাধ্যমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম্যান মো: আব্দুল্লাহ যোবায়ের।
বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: তপু সাহা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, পিআইও মো: আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম, আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ¦ ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, সাধন কুমার অধিকারী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, মাও: শফিউদ্দিন নেছারী, রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমুখ।