খান মোঃ আল আউয়াল, ফকিরহাট প্রতিনিধিঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীর তালিকা শনিবার (১৩ মার্চ) রাতে হাতে পাওয়া যায়।
অত্র ৭ টি ইউনিয়নে নৌকার মাঝি হতে যাচ্ছেন ৪নং ফকিরহাট সদর ইউনিয়নে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শিরিনা আক্তার, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নে উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি ও ৮নং শুভদিয়া ইউনিয়নে ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর । ১নং বেতাগা ইউনিয়নে, ইউনিয়ন আ,লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, ২নং লখপুর ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক এম ডি সেলিম রেজা, ৩নং পিলজংগ ইউনিয়নে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও মরহুম চেয়ারম্যান আলহাজ্ব মোড়ল সিরাজুল ইসলাম এর বড় পুত্র মোড়ল জাহিদুল ইসলাম।
প্রার্থীদের নাম ঘোষনার পর থেকে প্রার্থীদের সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। হাট-বাজারে শুরু হয়েছে চা বেচা-কেনার ধুম। চলছে নিজ নিজ প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারনা।