ডুমুরিয়া প্রতিনিধিঃডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শনিবার দূপুরে বরাতিয়া এলাকা থেকে অভিনব কৌশলে ভ্যান গাড়ীর বডির মধ্যে লুকিয়ে পাচারের সময় ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত ডুমুরিয়া থানা গড়ার লক্ষ্যে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আজ শনিবার দুপুর দেড়টার দিকে থানাধীন বরাতিয়া গ্রামস্থ এস.বি. ব্রিকস্ এর পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর থেকে ০১ কেজি গাঁজা ও একটি ব্যাটারি চালিত ভ্যান সহ মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর গ্রামের বিপুল হোসেন (২৪)কে আটক করা হয়।