পাইকগাছা প্রতিনিধিঃপাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় কপোতাক্ষ নদে আলোকদ্বীপ নামকস্থানে রাড়ুলী গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে বালু ব্যবসায়ী মোনজেল হোসেন মন্টু বালু উত্তোলন করছিল।
সংবাদ পেয়ে দ্রতো ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমান আদালত বসিয়ে উক্ত টাকা জরিমানা আদায় করা হয়।