বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মােল্ল্যা মােশাররফ হােসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশাের নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম।
এ সময় আরও বক্তৃতা করেন প্রধান অতিথির সফর সঙ্গী নবীন-দল নেতা মাহাবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরােয়ার হােসেন, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, জেলা কৃষক দল নেতা মােল্ল্যা কবির হােসেন, বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান, অরুণ গােলদার, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হােসেন, আমিনুর রহমান মােড়ল, জহুরুল ইসলাম আকুঞ্জি, মােল্ল্যা মশিউর রহমান, জহুরুল হক, সরদার মােজাফফার হােসেন, শহিদুল ইসলাম মােড়ল, শেখ মাহাবুর রহমান, আব্দুস ছালাম মহালদার, আহম্মদ আলী ফকির, শাহাদাৎ হােসেন, একরামুল হােসোন, দেলােয়ার হােসেন, হাফেজ মতিয়ার রহমান, শফিকুল ইসলাম খান, জিএম আমানউল্লাহ, গাজী মােনায়েম, মাস্টার আইয়ুব হােসেন, আজমল হুদা মিটু, শাহিদুজ্জামান শহীদ, শেখ আব্দুল গফফার, খােকন তালুকদার, আবুল কালাম খান, মাস্টার সেলিম হালদার, হাবিবুর রহমান হবি, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, কেএম জাফর, পারভেজ হােসেন, হাফিজ বাগাতি, ডাঃ জিয়া, এনামুল হােসেন, মশিউর রহমান, হাফিজুর রহমান, বিপুল মন্ডল, আরিফ শেখ, আরিফুল ইসলাম রাফি, আবুল কাশেম, আরবার হােসেন সৈকত, রিপন হােসেন, জয়নুল আবেদীন ও নিতাই দাশ প্রমুখ।