আলীফ আজগর সবুজঃকুষ্টিয়ার হরিপুরে ২১ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে ইউনুস(২৪) নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রোববার (২১ মার্চ) বিকেলে বলাৎকারের শিকার ওই বুদ্ধি প্রতিবন্ধী যুবককের বাবার করা একটি মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউনুস হরিপুরের বোয়ালদহ নতুন পড়া এলাকার আনছার আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ প্রতিবেশি সন্টুর স্ত্রীকে ডাকতে পাঠায় বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবকের মা।সন্টুর বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট ইউনুস বুদ্ধী প্রতিবন্ধী ওই যুবককে সন্টুর বাথরুমে আটকে জোরপূর্বক বলাৎকার করে।এসময় বুদ্ধি প্রতিবন্ধী যুবককের মা সন্টুর বাড়িতে ছেলেকে খুজতে এলে লম্পট ইউনুস রক্তাক্ত অবস্থায় ওই প্রতিবন্ধীকে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ভূক্তভোগী প্রতিবন্ধীর পিতা বাদি হয়ে লম্পট ইউনুসকে একমাত্র আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা রুজু করেন।