নিজস্ব প্রতিবেদকঃনারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে গঠিত দাকোপ উপজেলা প্লাটফর্ম সদস্যরা বলেছেন, করোনাকালে সমাজে বাল্যবিয়ের প্রবণতা এবং নারী নির্যাতনের পরিমাণ বাড়ছে। এই পরিস্থিতিতে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে দাকোপ উপজেলা প্লাটফর্ম-এর সদস্যদের দায়িত্ব বেড়ে গেছে। সমাজে দায়িত্বপূর্ণ মানুষেরা স্ব স্ব অবস্থান থেকে ইতিবাচক ভ‚মিকা পালন করলে সমাজ থেকে নারী নির্যাতন এবং বাল্যবিয়ে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। আমাদের সবার উচিৎ এই ইস্যুতে সোচ্চার হওয়া।
২৯ মার্চ সোমবার সকালে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বন্ধে দাকোপ উপজেলা প্লাটফর্ম-এর শেয়ারিং সভায় সদস্যবৃন্দ এ কথা বলেন। দাকোপ উপজেলা সদরে বিআরডিবি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। প্লাটফর্মের সদস্য সচিব ও চালনা পৌরসভার কাউন্সিলর এস এম আব্দুল গফুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন প্লাটফর্মের যুগ্ম-আহŸায়ক ও নারীনেত্রী লিপিকা রাণী বৈরাগী, প্লাটফর্মের যুগ্ম-আহŸায়ক ও দাকোপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মÐল, চালনা পৌরসভার কাউন্সিলর আমোদিনী রায়, নাছিমা বেগম, হাছিনা বেগম, নারীনেত্রী রওশানারা বেগম প্রমূখ।
এই সভায় নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে প্লাটফর্ম সদস্যরা স্ব স্ব অবস্থানে থেকে বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে আলোচনা সভা, উঠান বৈঠক, ব্যক্তির সাথে ব্যক্তির আলোচনা, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা, বাল্যবিয়ের খবর পেলে তা’ প্রতিরোধের উদ্যোগ গ্রহণ ইত্যাদি।