পাইকগাছা প্রতিনিধিঃপাইকগাছার সোলাদানা ইউনিয়নে নির্বাচনী পোষ্টার টানানো নিয়ে সৃষ্ট সংর্ষের ঘটনার বিবরণ দিয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান গাজী পাইকগাছা প্রেসেক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান গাজী বলেন, আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন। এজন্য প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী এসএম এনামুল হকের আনারস প্রতীকের পোষ্টার নৌকা প্রতীকের কার্যালয়ের সামনে টানানো নিয়ে ঘটনার সুত্রপাত। এনিয়ে এনামুল হকের কর্মী টিক্কার সাথে মান্নান গাজীর কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। সংবাদ পেয়ে বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এনামুল দলবল নিয়ে তার কর্মীদের মারপিট করে। পরে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে শ’শ লোক এসে এনামুলসহ তার লোকদের ঘিরে ফেলে। উপায়ন্তর নাপেয়ে তারা যে ঘরে মধ্যে পালিয়ে থাকে। সেখানে ক্ষুব্ধ লোকেরা কয়েকটি বাড়ী ঘর ভাংচুর করে তাদের মারপিট করে। ফলে উভয় পক্ষের মারামারির কারণে বহু লোকজন আহত হয়েছে।
এসময় পুলিশ, ডিবি পুলিশ ও সরকারী বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন। মারামারির ঘটনায় তার পক্ষে তার ভাই রবিউল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আ’লীগের সদস্য শেখ আনিসুর রহমান মুক্ত, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সোলাদানা ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মহাসিনুর রহমান, সাধারণ সম্পাদক নির্মল ঢালী, আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, পঞ্চানন সানা, সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।