নিজস্ব প্রতিবেদকঃখুলনা জেলার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের সন্তান ডাঃ খাঁন শফিকুল ইসলাম । রূপসা উপজেলার মানুষ তাকে একজন আলোকিত মানুষ হিসেবে চেনে-জানে। পেশায় তিনি অডিওমেট্রিশিয়ান,ও হোমিওপ্যাথিক চিকিৎসক হলেও গুটিয়ে রাখেননি ব্যক্তিগত জীবনটাকে।
“ছিন্নমূল এবং প্রতিবন্ধী” জনগোষ্ঠির জীবন পরিবর্তনে লড়াকু সৈনিকের ন্যায় কাজ করে যাচ্ছেন। ধ্যানে জ্ঞানে ডাঃ খাঁন কে সবসময় তাড়া করে বেড়ায় প্রতিবন্ধী জনগোষ্ঠিকে কর্মসংস্থানের মাধ্যমে কিভাবে সমাজের মূলস্রোতধারায় ফিরিয়ে আনা যায়। অসহায় হয়ে এরা যাতে ভিক্ষাবৃত্তি না করে। সে লক্ষ্যে ডাঃ খাঁন নিজ নামে রূপসা উপজেলায় প্রতিষ্ঠা করেছেন ডাঃ খাঁন শফিকুল ইসলাম (ডিকেএস) ফাউন্ডেশন । এখানে দরিদ্র অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠির সামগ্রিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবা, শিক্ষা, রক্ত দান, মৃত ব্যক্তি/ বেঅরিস লোকের দাফন কাফন, বাল্য বিবাহ প্রতিরোধ, প্রতিবন্ধীদের কথা সমাজে তুলে ধরার জন্য ডিকেএস নিউজ ২৪ অনলাইন পত্রিকা, শিক্ষার জন্য নিজ গ্রামে রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্র,মূমুর্ষ রোগীর রক্তের জন্য ডিকেএস ব্লাড ব্যাংক ।
অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার এ কাজটি করে যাচ্ছেন খুলনার, রূপসা উপজেলার ডাঃ খাঁন শফিকুল ইসলাম (ডিকেএস) ফাউন্ডেশনটি। গর্ভঃরেজিঃ নম্বর KHS-502। এর বাইরেও শীতবস্ত্র, স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিসহ আলোকিত দেশ গঠনে কাজ করে যাচ্ছেন । তারই ধারাবাহিকতায় আজ বিকাল ৫ ঘটিকায় দেবীপুর গ্রামের সুচিত্রা নামের এই প্যারালাইটস/ স্ট্রোক রোগীর পাশে দাড়ান ডাঃ খাঁন।তার শারীরিক খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার দ্বায়িত্ব নেন।
সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষেরা আনন্দের সাথে সেবা নিচ্ছেন। তাই সমাজের অধিকার বঞ্চিত এসব ছিন্নমূল মানুষদের কাছে ডাঃ খাঁন শফিকুল ইসলাম একজন আলোকিত মানুষ।