পাইকগাছা প্রতিনিধিঃপাইকগাছায় রমজানকে সামনে রেখে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রের্ডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রমের অংশ হিসেবে টিসিবি’র অনুমোদিত ডিলারের মাধ্যমে সূলভমূল্যে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ সাধারণ মানুষের মধ্যে বিক্রয় করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।