নিজস্ব প্রতিবেদকঃকরোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রূপসা উপজেলা এসডিজি ফোরামের উদ্যেগে সপ্তাহব্যাপি মাস্ক বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৪ এপ্রিল সকালে উপজেলা এসডিজি ফোরামের আহবায়ক ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ মাসুম বিল্লাহ,ফোরামের সদস্য সচিব জুলফিকার আলী,টিএসবি সদস্য সচিব মোঃ নাহিদুজ্জামান।
উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ,আওয়ামীলীগ নেতা মোরশেদ আলম বাবু,উপজেলা ফোরাম নেতা হারুন অর রশিদ,ঘাটভোগ ইউনিয়ন এসডিজি ফোরাম আহবায়ক শক্তিপদ বসু,ফোরাম সদস্য ওবায়দুর রহমান, রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা ও ধনন্জয় সাহা বাপি।
সপ্তাহব্যাপি এ মাস্ক বিতরন কর্মসূচী বাস্তবায়ন করবে উপজেলা ও ইউনিয়ন এসডিজি ফোরামের নেতৃবৃন্দ। এ কর্মসূচী বাস্তবায়িত হবে উপজেলার পাচটি ইউনিয়নের উনিশটি হাট বাজারের ও জনার্কীর্ন স্থানে। এ কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করছে রূপসা প্রেস ক্লাব,কাজদিয়া বাজার বনিক সমিতি,আলো ফুটবেই, অনুশীলন মজার স্কুল,মুনসুর স্মৃতি সংসদ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা ও রূপান্তর। উদোক্তাবৃন্দ জানান সপ্তাহব্যাপি এ কার্যক্রমের আওতায় আটহাজার মাস্ক বিতরন করা হবে।